মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

রহিম আল-হুসাইনি আগা খান পঞ্চমের অভিষেক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) পর্তুগালের লিসবনে অবস্থিত ইসমাইলি ইমামতের দিওয়ানে রহিম আল-হুসাইনি আগা খান পঞ্চম-এর অভিষেক অনুষ্ঠিত হয়। 

এ সময় তার পরিবারের সদস্যরা  উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে রহিম আল-হুসাইনি শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের বিশ্ব নেতাদের স্বাগত জানান। 

ইসমাইলি সম্প্রদায়ের নেতারা বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়ের পক্ষ থেকে ৫০তম বংশগত ইমামের প্রতি আধ্যাত্মিক আনুগত্যের প্রতিশ্রুতি দেন। বিশ্বজুড়ে ইসমাইলিরা ৩৫টিরও বেশি দেশে তাদের জামাতখানায় (সমাবেশের স্থান) লাইভস্ট্রিমের মাধ্যমে অনুষ্ঠানটি পালন করেন।

তার ভাষণে, আগা খান প্রয়াত পিতা প্রিন্স করিম আগা খান চতুর্থকে শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের উপস্থিতি এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি পর্তুগাল এবং মিশরের সরকারকে ধন্যবাদ জানান যে তারা তার বাবার অবদানকে স্বীকৃতি দিয়েছেন এবং তার জানাজা ও দাফনের জন্য মর্যাদাপূর্ণ ব্যবস্থা করেছেন।

এই প্রথমবারের মতো আগা খান পঞ্চম আন্তর্জাতিক ইসমাইলি সম্প্রদায়ের সাথে কথা বলছিলেন। তার উদ্বোধনী ভাষণে, তিনি ইসমাইলি জামাতের আধ্যাত্মিক ও বস্তুগত কল্যাণের যত্ন নেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি ইসমাইলি মুসলিম বিশ্বাসের নীতি, পার্থিব ও আধ্যাত্মিক বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব এবং বিশ্বাসের নিয়মিত অনুশীলন সম্পর্কে কথা বলেছেন। তার বার্তা শান্তি, সহনশীলতা, অন্তর্ভুক্তি এবং অভাবীদের জন্য সহায়তার সার্বজনীন ধারণার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি বলেন, তিনি চান তার সম্প্রদায় যে দেশে বাস করে সে দেশের অনুগত এবং সক্রিয় নাগরিক হোক এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে ইসমাইলি সম্প্রদায়কে উদাহরণ হিসেবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

ওআ/ আইকেজে

আগা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন