ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারা বন্দিত্বের দুই বছর পূর্ণ হয়েছে গত ৫ই আগস্ট। এই উপলক্ষে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একদিকে যেমন দেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
ব্রিটেন-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে খানের ওপর নির্যাতন ও অমানবিক আচরণের প্রমাণসহ অভিযোগ উত্থাপন করতে যাচ্ছে।
পিটিআই-এর জ্যেষ্ঠ নেতা জুলফিকার আলি বুখারির ভাষ্যমতে, ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির জেলজীবনে যে নিষ্ঠুরতা চলছে, তা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী গুরুতর অপরাধ।
আইনজীবীরা অভিযোগ করেছেন, তাকে দিনে ২২-২৩ ঘণ্টা নির্জন কক্ষে রাখা হচ্ছে, বিশুদ্ধ পানির ব্যবস্থাও ঠিকভাবে নেই, এমনকি পরিবার বা আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎও কঠোরভাবে সীমিত।
২০২৩ সালে জাতিসংঘের এক মানবাধিকার ওয়ার্কিং গ্রুপ ইমরান খানের গ্রেপ্তারের ঘটনাকে ‘মনগড়া ও অবৈধ’ ঘোষণা করে বলেছিল, তাকে অবিলম্বে মুক্তি দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। এবার পিটিআই সেই পূর্ববর্তী রায়ের আলোকে আবার জাতিসংঘে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
খবরটি শেয়ার করুন