মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

'ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান', যা বলছে নির্মাতা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ভারত একটি রাফাল যুদ্ধবিমান হারিয়েছে। অত্যাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তবে ভারত যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও যুদ্ধবিমান হারানোর বিষয়টি বারবার অস্বীকার করেছে।

এবার রাফালের ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ড্যাসল্ট অ্যাভিয়েশন জানিয়েছে, উচ্চমাত্রার প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে। এর সঙ্গে প্রতিপক্ষের প্রতিহতের কোনো সম্পর্ক নেই।

ফরাসি ওয়েবসাইট এভিওঁ দে শ্যাসি—এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। এভিওঁ দে শ্যাসি তাদের প্রতিবেদনে ড্যাসল্ট অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও সিইও এরিক ত্রাপিয়ের উদ্ধৃতি দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এরিক ত্রাপিয়ের দাবি করেছেন, ১২ হাজার মিটারেরও বেশি উচ্চতায় একটি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো শত্রুপক্ষ জড়িত ছিল না কিংবা কোনো শত্রু রাডার সিগনাল ধরা পড়েনি। যদিও এমন পরিস্থিতিতে রাফাল হারানোর বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কিংবা এ ধরনের কোনো ঘটনা স্বীকার করেনি।

গত মাসে, সিঙ্গাপুরে ‘শাংগ্রি-লা ডায়ালগে’ ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান স্বীকার করেন, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বিমানবাহিনীর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি পাকিস্তানের হাতে রাফালসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, এ দাবি ‘সম্পূর্ণ মিথ্যা।’

একই দিনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান আরও বলেন, ‘আমরা কৌশলে পরিবর্তন এনেছিলাম এবং এরপর ৭, ৮ ও ১০ (মে) তারিখে—বিশেষ করে ১০ই মে ব্যাপকভাবে—পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন বিমানঘাঁটিতে সফলভাবে নির্ভুল হামলা চালিয়েছিলাম।’

যুদ্ধবিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন