ফাইল ছবি (সংগৃহীত)
সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য মূল্য নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
গতকাল সোমবার (৩০শে জুন) জারি করা নির্দেশনায় সাক্ষর করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি হাসপাতালে ৫০ টাকা ও বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহবান জানিয়েছে।
খবরটি শেয়ার করুন