মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইল। ছবি: সংগৃহীত
উগ্রবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার পুলিশ গত সপ্তাহে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইল আজ শুক্রবার (২৭শে জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বলে মালয় মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ গত ২৪শে এপ্রিল থেকে পরিকল্পিত নিরাপত্তা অভিযান শুরু করে এবং সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায় অনুযায়ী সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত করা হয়েছে। এ পাঁচজনকে ইতিমধ্যে শাহ আলম ও জোহর বাহরুর সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে।
অন্যদের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য ১৬ জনের এ উগ্রবাদী তৎপরতার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী সাইফুদ্দিন গণমাধ্যমকে বলেন, বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযানে জানা গেছে, এ গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শের ভিত্তিতে উগ্রবাদী বিশ্বাসকে মালয়েশিয়ায় ছড়িয়ে দিচ্ছিল।
খবরটি শেয়ার করুন