বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘নতুন’ চাঁদাবাজদের তথ্য চাইল বৈষম্যবিরোধীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ই আগস্ট থেকে নতুন করে কোথাও কেউ চাঁদাবাজি করছে কি না সে বিষয়ে তথ্য চেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২৭শে ডিসেম্বর) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ ধরনের তথ্য চেয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘আপনার এলাকায় লীগ পালানোর পর নতুন করে কোনো দল চাঁদাবাজি শুরু করেছে? তথ্য জানান কমেন্টবক্সে।’

জানা যায়, পতিত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ে সারা দেশে ব্যাপক চাঁদাবাজির ঘটনা ঘটেছে।

সম্প্রতি চাঁদাবাজির বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে দেশের প্রান্ত থেকে।

অনেকেই বলছেন, আওয়ামী লীগের পতন ঘটলেও চাঁদাবাজির পরিসমাপ্তি ঘটেনি। নতুন করে কিছু মানুষ রাজনৈতিক পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে।

ওআ/

চাঁদাবাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন