ছবি: সংগৃহীত
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতের ২০ টি পদে মোট ৫৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থরিা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও পদসংখ্যা
১। সিনিয়র সহকারী পরিচালক-০১
২। বৈজ্ঞানিক কর্মকর্তা-০৬
৩। খামার তত্ত্বাবধায়ক-০৪
৪। সহকারী পরিচালক-০২
৫। মেডিকেল অফিসার-০১
৬। সহকারী প্রকৌশলী-০২
৭। সহকারী মেইনটেনেন্স (ইঞ্জিয়িার)-০১
৮। হিসাবরক্ষণ কর্মকর্তা-০১
৯। উপসহকারী প্রকৌশলী-০৩
১০। ব্যক্তিগত সহকারী-০১
১১। হিসাব রক্ষক-০১
১২। প্রধান সহকারী-০১
১৩। উচ্চমান সহকারী-০৩
১৪। বৈজ্ঞানিক সহকারী-১৫
১৫। অডিটর-০১
১৬। কম্পউন্ডার-০১
১৭। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৫
১৮। টেকনিশিয়ান-০১
১৯। ষ্টোর কিপার-০১
২০। অফিস সহায়ক-০৮
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি বিজ্ঞপ্তিতে জানা যাবে;
আবেদনের বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ২০শে জুলাই ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে;
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bwmri.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন;
আবেদনের সময়সীমা: আগামী ২০শে জুলাই ২০২৫ পর্যন্ত;
সূত্র: প্রথম আলো
আরএইচ/
জনবল নিয়োগ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে নিয়োগ
খবরটি শেয়ার করুন