মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

এক্সে এক ভিডিও দিয়েই আয় প্রায় তিন কোটি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করেন জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন। তার মালিকানাধীন ‘মি বিস্ট’ চ্যানেলের গ্রাহকসংখ্যা প্রায় ২৩ কোটি ৪০ লাখ। ইউটিউব ব্যবহারকারীদের কাছে ‘মি বিস্ট’ নামে পরিচিত এই মার্কিন তরুণ সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) মাত্র একটি ভিডিও পোস্ট করেই ২ লাখ ৬৩ হাজার ৬৫৫ মার্কিন ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে) আয় করেছেন।

জানা গেছে, জিমি ডোনাল্ডসন ইউটিউবে তার ভিডিও পোস্ট করলেও এক্সে ভিডিও পোস্ট করার বিষয়ে কখনই আগ্রহ ছিল না তার। তিনি জানান, এক্সে ভিডিও প্রকাশ করা একজন নির্মাতাদের জন্য লাভজনক নয়। কারণ এই প্ল্যাটফর্ম থেকে খুবই কম আয় করা যায়।

তবে গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে তিনি এক্সে পুরোনো একটি ভিডিও প্রকাশ করেন। আর মাত্র এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি ১৫ কোটি ৬৭ লাখের বেশিবার দেখা হয়েছে। 

এ বিষয়ে এক্সে জিমি ডোনাল্ডসন জানিয়েছেন, এক্সে তার প্রথম ভিডিও পোস্ট করা হয়েছে। যেখান থেকে তিনি আড়াই লাখ ডলারের বেশি আয় করেন। অনেকেই ভিডিওটি দেখেছেন বলে বিজ্ঞাপনদাতারা ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করেছে। এর ফলে আগের তুলনায় আয়ও বেশি হয়েছে।

আরও পড়ুন: চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর!

প্রসঙ্গত, বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে কনটেন্ট নির্মাতাদের অর্থ দিয়ে থাকে এক্স। ‘ক্রিয়েটর অ্যাডস রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ সুবিধার আওতায় যেসব নির্মাতার কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হয়, তাদের আয়ের নির্দিষ্ট অংশ দিয়ে থাকে খুদে ব্লগ লেখার সাইটটি। তবে বিজ্ঞাপনী আয়ের অর্থ পাওয়ার জন্য কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টে থাকা বিভিন্ন পোস্টে ৫০ লাখ ভিউ থাকতে হয়।

সুত্র: বিবিসি

এসকে/ 


ডলার এক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন