বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটন করপোরেশনের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নবম থেকে ত্রয়োদশ গ্রেডের ছয় ধরনের পদে নিয়োগের জন্য শুক্রবার সকাল ও বিকালে ওই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রায় ১৮ হাজার প্রার্থী এসব পদে আবেদন করেছেন।

আরও পড়ুন: মেট্রোরেলে চাকরি, তৃতীয় লিঙ্গ ও প্রবাসীরাও আবেদন করতে পারবেন

বৃহস্পতিবার (১৮ই জুলাই) পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯শে জুলাই শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ও হিসাব রক্ষক এবং বিকাল ৩টায় সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হল।

পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে এসএমএসে এবং পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে জানানো হবে।

এসি/  আই.কে.জে/

নিয়োগ পর্যটন করপোরেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন