মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

২০ দিনে কত আয় করল আমিরের ‘সিতারে জমিন পার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন বছর কার্যত লাপাত্তা ছিলেন আমির খান। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর অভিনয়ও ছাড়ার কথা ভেবেছিলেন। সেই আমির কী দুর্দান্তভাবেই না ফিরলেন ‘সিতারে জমিন পার’ দিয়ে। মুক্তির আগে নানা অনিশ্চয়তা থাকলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সিনেমাটি।

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পার’। মুক্তির প্রথম সপ্তাহে আয় করে ৮৮ কোটি ৪৬ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও ব্যবসা ধরে রাখে, আয় করে ৪৬ কোটি ৪৫ লাখ রুপি। মুক্তির বিশতম দিনে সিনেমাটির আয় অনেকটাই কমেছে। এদিন ১ কোটি ১৫ লাখ রুপি আয় করেছেন সিনেমাটি। তথ্যসূত্র কইমইডটকমের।

সব মিলিয়ে ২০ দিনে সিনেমাটির মোট আয় ১৭৯ কোটি ৭৯ লাখ রুপি। এটি কেবল ভারতীয় বক্স অফিসের আয়। বিদেশের আয় যোগ করলে ছবিটি ২০০ কোটি রুপির ক্লাব পার করেছে অনেক আগেই।

বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, গত কয়েক বছরে শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, রণবীর কাপুরের মতো বড় তারকারা কেবল অ্যাকশন সিনেমা করেছেন।

এ ধরনের সিনেমা দেখতে দেখতে দর্শকের মধ্যে একধরনের বিরক্তি চলে এসেছিল। তাই আমির খানের ড্রামা সিনেমাটি তারা এতটা পছন্দ করেছেন। মুক্তির প্রথম দিন আয় কম থাকলেও ধীরে ধীরে সিনেমাটির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে, এভাবেই সিনেমাটির আয় বেড়েছে।

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন