মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ইউক্রেনে শান্তি আলোচনায় ইউরোপকে প্রয়োজন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেনে শান্তি আলোচনার ক্ষেত্রে ইউরোপকে প্রয়োজন হবে। তবে এর আগে মস্কো বিশ্বাস স্থাপন করতে চায় ওয়াশিংটনের সঙ্গে। তাছাড়া, যুদ্ধ বন্ধের চুক্তি এখনো অনেক দূরে।’

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৪শে ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হয়েছে। এই সংঘাতে হাজার হাজার সেনা নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হতে পারে।’ তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

পুতিন বলেন, ‘ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাতকে আবেগে নয়, বরং যুক্তিসঙ্গতভাবে মোকাবিলা করছেন।’ তবে ‘ট্রাম্প যত তাড়াতাড়ি চান, তত তাড়াতাড়ি এটি শেষ নাও হতে পারে’ বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন।

রাশিয়া ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে পুতিন বলেন, ‘এখনো বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। আমরা কেবল এই বিষয়ে একমত হয়েছি যে, এ বিষয়ে এগিয়ে যাবো। এ ক্ষেত্রে অবশ্যই আমরা ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ অস্বীকার করছি না।’

হা.শা./কেবি

ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন