ফাইল ছবি (সংগৃহীত)
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনের অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করবে নির্বাচন কমিশন(ইসি)। এছাড়া কি কারণে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশও দিয়েছে সংস্থাটি।
সম্প্রতি অনুষ্ঠিত মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
ইসি কর্মকর্তারা জানান, বিগত সকল নির্বাচনের নির্বাচনী অনিয়ম, অপরাধ সম্পর্কে মাঠ কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে কমিশন। এছাড়া ভোটারা কেন বিমুখতা হয়েছে তার কারণ খুঁজে বের করে প্রত্যাশা পূরণে কাজ করার নির্দেশনাও দিয়েছে কমিশন।
বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন। এ তিনটি নির্বাচনে কীভাবে অনিয়ম হয়েছে, কেন কর্মকর্তারা নির্বাচনী অপরাধে জড়িয়েছেন, কেন এসব নির্বাচনের কারণে নির্বাচনী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলো, ভবিষ্যতে এসব কীভাবে এড়ানো যায় তা বুঝতে নির্বাচনের অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করে তার প্রতিবেদন তৈরি করতে আমাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন