বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

থানায় জিডির এক ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে আমরা সেবক হতে চাই। থানায় জিডির ৪৮-৭২ ঘণ্টা নয়, এখন থেকে ১-২ ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনে ঘটনার গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি একজন সেবক। আমি রেভিনিউ, ট্যাক্স কালেক্টর না, আমার কাজ সেবা দেওয়া। তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক সমস্যা নেই। সে জন্য আমি কমিশনার জবাবদিহি করবো। জিডি হোক সমস্যা নাই কিন্তু কোনো ঘটনা যেন হাইড না থাকে। যে ঘটনায় মামলা হওয়ার কথা সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জন্য জিডিই হতে হবে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূতের

নতুন পদক্ষেপ ঘোষণা দিয়ে তিনি বলেন, আগে জিডি হওয়ার পরে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করতো বা ঘটনাস্থলে যেতো, কিন্তু এখন সে সময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়। জিডি নথিভুক্ত হওয়ার ১-২ ঘণ্টার মধ্যে অফিসার যেভাবে হোক ঘটনাস্থলে যাবে, অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবেন সে ব্যবস্থা চালু হবে।

দায়িত্বরত অফিসার অভিযোগকারীর বক্তব্য শুনবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। মামলা নেওয়ার মতো ঘটনা হলে অভিযোগকারী থানায় গিয়ে মামলা করবেন। এরপর তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হবে।

তিনি আরও বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ ব্যবস্থা চালু হবে। সেজন্য নতুন জনবল প্রশিক্ষিত করা হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় পাঠানো হবে। আমি চাই, সেবা প্রদানে রেসপন্সের সময় কমিয়ে নিয়ে আসা। অভিযোগের প্রেক্ষিতে যেন তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পান।

এসি/কেবি


থানায় জিডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন