জোশুয়া বেনজিও। ছবি: এএফপি
কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই—এর সর্বশেষ মডেলগুলো ব্যবহারকারীদের কাছে মিথ্যা বলছে। এমন অভিযোগ করেছেন এআই গডফাদারদের একজন কানাডার শিক্ষাবিদ জোশুয়া বেনজিও। তিনি বলেছেন, শুধু মিথ্যা বলাই নয়, আরও অনেক বিপজ্জনক বৈশিষ্ট্য দেখাচ্ছে এআই।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অন্যতম গডফাদার বেনজিও অত্যাধুনিক এ প্রযুক্তি নিয়ে চলমান বিলিয়ন ডলারের প্রতিযোগিতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তার মতে, সর্বশেষ মডেলগুলো ব্যবহারকারীদের কাছে ‘মিথ্যা বলাসহ বিপজ্জনক বৈশিষ্ট্য’ দেখাচ্ছে।
জোশুয়া বেনজিওর কাজ ওপেনএআই ও গুগলের মতো শীর্ষস্থানীয় এআই গ্রুপগুলো ব্যবহার করেছে। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রধান ল্যাবগুলোর (কোম্পানি) মধ্যে একটি তীব্র প্রতিযোগিতা চলছে, যা তাদের এআইকে আরও বুদ্ধিমান করার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সুরক্ষার গবেষণায় যথেষ্ট জোর দিয়ে বিনিয়োগ করা হচ্ছে না।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন