মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা *** ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয় *** মৎস্য উন্নয়ন করপোরেশনে জনবল নিয়োগ *** স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয় *** বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ–বাণিজ্য, বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ *** হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন ড. ইউনূস

ক্যারিবীয়দের টপকে বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

জিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ শনিবার (১৯শে এপ্রিল) পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। এরপরও জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে।

পাকিস্তানের কাছে হারের পর জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য নির্ভর করছিল থাইল্যান্ডের হাতে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে গুটিয়ে যান তারা। তাই বিশ্বকাপে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে সেই রান ১০ ওভারের ভেতর পারি দিতে হতো। কিংবা ১১ ওভারে করতে হতো ১৭২ রান।

ক্যারিবিয়ান মেয়েরা লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন ঠিকই, কিন্তু দিনশেষে ফিরতে হয় হতাশার গ্লানি নিয়ে। ১০ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ম্যাচ জিতেছেন তারা। তাই ১৭২ রান করার সুযোগ আর পাননি। ওয়েস্ট ইন্ডিজের (০.৬২৬) চেয়ে নেট রানরেটে বাংলাদেশ (০.৬৩৯) এগিয়ে থাকায় বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশই।

ওয়ানডে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে ১০ ওভারে ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ক্যারিবিয়ান মেয়েরা। প্রথম ওভারের চতুর্থ বলেই চাইওয়াই সহজ ক্যাচ ছাড়লে জীবন পান উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুস। প্রথম ওভারে ৯ রানের পর দ্বিতীয় ওভারে আসে ১৭ রান। 

একই ধারাবাহিকতায় পরের তিন ওভারে উইন্ডিজ তোলে ১৯, ১৮ ও ১২ রান। ৫ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭৫/০। ম্যাথুসের ব্যাটিং তাণ্ডবে ৬.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১০৫ রান। সপ্তম ওভারের শেষ বলে ১১ চার এবং ২ ছক্কায় ২৯ বলে ৭০ রান করে ফেরেন ম্যাথুস। 

তিনে ব্যাট করতে নামা হেনরি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ১৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় করেন ৪৮ রান তিনি। ম্যাথুস কিংবা হেনরির শেষ পর্যন্ত জয় এনে দিলেও বিশ্বকাপের টিকেট কাটতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।

এইচ.এস/

নারী ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন