ছবি: সংগৃহীত
চিকিৎসকের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য গত ২৯শে মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তির সংশোধনী দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৯শে মে প্রকাশিত হয়। কমিশনের সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটির পরিবর্তে ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটি প্রতিস্থাপিত হবে।
এবার ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) বা কমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হয়েছে ১লা জুন সকাল ১০টায়, শেষ হবে আগামী ২৫শে জুন সন্ধ্যা ৬টায়। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বয়সসীমা: এ বিশেষ বিসিএসে আবেদনের জন্য ১লা মে ২০২৫ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
এ ছাড়া পিএসসি জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
সূত্র: প্রথম আলো
আরএইচ/
খবরটি শেয়ার করুন