মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

অনলাইনে একই খাবার পেলেন ৬ বার!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাসায় বসে ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেছেন কেবল একবার। কিন্তু ভাগ্য সদয় হওয়ায় একই খাবার আপনার কাছে আসল ছয়বার। এমন হলে আপনি নিশ্চয়ই খুশি হবেন! এমনটাই ঘটেছে ভারতের গুরুগ্রামে। 

প্রনয় লোয়া বেইন অ্যান্ড কোম্পানির সিনিয়র কর্মকর্তা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ফুড ডেলিভারি প্রতিষ্ঠান সুইগির অ্যাপে খাবার অর্ডার করেছিলেন তিনি। আনারস, দুধ আর দোসা বাটার অর্ডার করেছিলেন প্রনয়। অ্যাপের বিভ্রাটের কারণে প্রথমবার অর্ডারটি বাতিল হয়। দামও কেটে নেওয়া হয় তার অ্যাকাউন্ট থেকে।  

না বুঝে আবারো অর্ডার করেন প্রনয়। কিন্তু আবারো বাতিলের বার্তা আসে। এভাবে বেশ কয়েকবার তিনি খাবারগুলোর অর্ডার দেন। পরে অবশ্য হতাশ হয়ে তিনি জেপটো অ্যাপে খাবার অর্ডার করেন।  

আরো পড়ুন: শুধু পানি খেয়ে বেঁচে আছেন ৫০ বছর!

পরে যা হয়েছে তাতে রীতিমতো চমকে যান প্রনয়। হঠাৎ করেই তার ফোনে বেশ কয়েকবার কল আসে। এরপর তিনি বাড়ির দরজা খুলে দেখেন তার অর্ডার করা একই জিনিস ছয়জন ডেলিভারিম্যান নিয়ে হাজির হয়েছেন। যার ফলে তার বাড়িতে ২০ লিটার দুধ, ৬ কিলো দোসা বাটার এবং ছয় প্যাকেট আনারস ডেলিভারি হয়েছে।  

বিষয়টি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন প্রনয়। তিনি জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই অর্ডারটি প্রথমে তাকে বাতিল দেখিয়েছিল। পরেরগুলির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আর সেই কারণেই ছয়বার একই জিনিস পান প্রণয়।

বিষয়টি জানার পর ক্রেতার থেকে অর্ডার আইডি নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে সুইগি।

সূত্র: এনডিটিভি 

এইচআ/  আই.কে.জে/

অনলাইন প্রযুক্তি সুইগি ডেলিভারি অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন