সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

অনিশ্চয়তার মুখে ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি।

আর কয়েকঘন্টা পরেই এশিয়া কাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। তবে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা যেন শেষই হচ্ছে না। 

শনিবার (২রা সেপ্টেম্বর) দুপুর ৩টার সময় ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। 

তবে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। আর দুপুর ৩টা ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। অর্থাৎ, নির্দিষ্ট সময় খেলা শুরু হলেও এই সময়ের মধ্যে একটি ইনিংস প্রায় শেষ হয়ে যাওয়ার কথা। তবে ওভার কমিয়ে  ম্যাচ আয়োজন করা হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কেননা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর থেকে রাত ১২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। তাই খেলা শুরু হলেও বৃষ্টি যে কোনও সময় বিঘ্ন ঘটাতে পারে।

এছাড়া শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, শনিবার ক্যান্ডিতে ১১ মাইল/ঘণ্টা গতিতে হাওয়া বইবে। হাওয়ার সর্বোচ্চ গতি ৩২ মাইল/ঘন্টা পর্যন্ত হতে পারে। 

এম.এস.এইচ/

এশিয়া কাপ বৃষ্টি ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন