বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

আইফেল টাওয়ারে ‘নাক ডেকে’ ঘুমোলেন দুই মার্কিন মাতাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

আইফেল টাওয়ার

ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের ওপর ঘুমন্ত অবস্থায় দুই পর্যটককে পাওয়া গেছে। তারা ছিলেন মার্কিন পর্যটক। টাওয়ার কর্তৃপক্ষ বলছে, ওই দুই মার্কিন পর্যটক মাতাল অবস্থায় ‘নাক ডেকে’ ঘুমাচ্ছিল। খবর নিউইয়র্ক পোস্টের 

প্রতিদিনের মতোই আইফেল টাওয়ার পর্যটকদের জন্য খুলে দেওয়ার আগে চারপাশটা ঘুরে দেখছিলেন নিরাপত্তা প্রহরীরা। হঠাৎই টাওয়ারের একটি জায়গায় গিয়ে চমকে ওঠেন তারা।

জায়গাটি পর্যটকদের জন্য নিষিদ্ধ হলেও সেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন দুজন। তাদের ঘুম থেকে জাগিয়ে তুলতে নিরাপত্তা কর্মীদের ব্যাপক কসরত করতে হয়। শুধু তা–ই নয়, রীতিমতো ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে আনতে হয়েছে সেখানে। 

গতকাল মঙ্গলবার আইফেল টাওয়ারের পরিচালনা বিভাগ সেতের পক্ষ থেকে বলা হয়েছে, ঘুমিয়ে পড়া ওই দুই পর্যটক মার্কিন নাগরিক। নেশাগ্রস্ত অবস্থায় রোববার সারা রাত টাওয়ারের ভেতরেই ঘুমিয়েছেন তারা। সোমবার ভোরে নিরাপত্তারক্ষীরা তাদের জাগিয়ে তোলেন।

ফ্রান্সের প্যারিসে আইকনিক স্থাপত্য আইফেল টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় লেভেলের মাঝামাঝি জায়গাটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। রোববার রাতে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সেখানেই ঢুকে পড়েছিলেন ওই দুই পর্যটক। তবে সেতে কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় কোনো হুমকি তৈরি হয়নি। খবর এএফপির 

পুলিশ সূত্র জানা যায়, রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রবেশ টিকিট কিনে ওই দুই ব্যক্তি আইফেল টাওয়ারে ওঠেন। টাওয়ারের ওপর দিক থেকে আসা একটি সিঁড়ি দিয়ে নামার সময় তারা একটি নিরাপত্তাবেষ্টনী টপকে যান এবং দ্বিতীয় থেকে তৃতীয় লেভেলের মাঝামাঝি জায়গাটিতে ঢুকে পড়েন।

পুলিশ আরও বলেছে, ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছিল। এর মধ্যে বিপজ্জনক উচ্চতা থেকে লোকজনকে উদ্ধার করায় পারদর্শী একটি বিশেষ ইউনিটও ছিল। পরে ওই পর্যটকদের টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। 

দুই ব্যক্তিকেই প্যারিসের সেভেনথ ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। সেতে বলেছে, এ ঘটনায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে তারা অভিযোগ করবে।

এদিকে ঘুমিয়ে পড়া এই দুই ব্যক্তিকে নামিয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে এক ঘণ্টা দেরিতে খুলেছে আইফেল টাওয়ার। সাধারণত সকাল ৯টায় টাওয়ারটি খোলা হয় এবং মধ্যরাত পর্যন্ত এটি খোলা থাকে।

এর আগে গত শনিবার আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি পাওয়ার পর তড়িঘড়ি করে সেখান থেকে পর্যটকদের সরিয়ে নিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। ওই ঘটনায়ও পুলিশের তদন্ত চলছে।

এসকে/ 


মার্কিন যুক্তরাষ্ট্র আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন