রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো বিদেশ সফরে যেতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার (২৯ আগস্ট) মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, “অক্টোবরে পুতিন ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ এ অংশ নিতে চীন সফরে যাবেন। এজন্য প্রস্তুতিও নিচ্ছে ক্রেমলিন। অনুষ্ঠানটিতে অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন।”
ব্লুমবার্গকে এ তথ্য নামপ্রকাশে অনিচ্ছুক তিনজন ব্যক্তি নিশ্চিত করেছে। তবে তাঁরা কোন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা বা ব্যক্তি এ ব্যাপারে কিছু জানায়নি ব্লুমবার্গ।
গত মার্চ মাসে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি করে। এরপর থেকে পুতিন কোন দেশে সফরে যাননি।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন