মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন। আদালত থেকে মুক্তির পরই জনসভার ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি। আজ শুক্রবার (১২ মে) সকালে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় সকল ‘দেশপ্রেমিকদের’ জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

বৃহস্পতিবার (১১ মে) রাতে দলের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছে পিটিআই। পোস্টে পিটিআই জানিয়েছে, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ও পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পিটিআই শুক্রবার সকালে পাকিস্তানিদের ইসলামাবাদে জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সব বয়সের দেশপ্রেমিক পাকিস্তানিদের ১২ মে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ের ওই জনসভায় শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই জনপ্রিয় ক্রিকেটারকে গ্রেপ্তার করে দেশটির আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় পিটিআই নেতাকর্মীরা। মুক্তির পর ইমরান খান আদালত থেকেই তার সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করে বলেছেন, দেশের জন্য ক্ষতি বয়ে আনা উচিত হবে না। আমরা শুধু দেশে নির্বাচন চাই। 

আরো পড়ুন: মস্কোতে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে তুরস্ক, সিরিয়া, রাশিয়া ও ইরান

গত মঙ্গলবার দুইটি মামলার শুনানিতে উপস্থিত থাকতে ইসলামাবাদের হাই কোর্টে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু আদালত প্রাঙ্গন থেকে নাটকীয়ভাবে তাকে গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবি।

পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যে মামলায় পরদিন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে একটি দুর্নীতি দমন আদালত।

এম/


 

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন