সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

আন্তর্জাতিক মঞ্চে ভারত: মোদির প্রশংসায় পঞ্চমুখ জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের সভাপতিত্বে নয়াদিল্লির দরজায় টোকা দিচ্ছে জি-২০ এর শীর্ষ সম্মেলন। আন্তর্জাতিক পর্যায়ে তাদের ভাবমূর্তি যে এখন অনেক উপরে উঠে গেছে তা আর  বলার অপেক্ষা রাখে না। আর এই ভাবমূর্তিকে আরো উপরে উঠাতে তুলির শেষ টানটি দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সাথে তিনি বিগত দিনে ক্ষমতায়  থাকা রাজনৈতিক দলের সমালোচনাও করছেন। 

রবিবার (১৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর বলেন, "আজ আমরা ভিন্ন এক কালখণ্ডে রয়েছি। যেখানে আমরা অনেক দক্ষ, আত্মবিশ্বাসী, অনেক উচ্চাকাঙ্ক্ষী। মনে করি যে, আজ আমরা বড় পার্থক্য তৈরি করে দিতে সক্ষম। এই সময়টা অনেক বেশি বিশ্বায়িতও বটে। চ্যলেঞ্জগুলোও ভিন্ন, দক্ষতা অন্য রকম, লক্ষ্যও বদলে গিয়েছে।"

দেশের অর্থনীতিকে বদলানোর সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পররাষ্ট্রনীতিরও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন তা তুলে ধরে তিনি বলে, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা রয়েছে মোদীর। তাঁর নেতৃত্বেই চোখে পড়ার মতো বদল এসেছে ভারতের নীতিতে।

তিনি আরো বলেন, ‘‘আমরা এখন অনেক বেশি সক্রিয়। বিশ্বের নজর এখন ভারতের উপর আগের থেকে অনেক বেশি। এই সময়ের বড় বড় বিষয় এবং ধারণাগুলি আমরা তৈরি করছি। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক এবং জাতীয়তাবাদী।

বিশ্বের সঙ্গে আমাদের আদান প্রদান বেড়ে গিয়েছে, কিন্তু তা করা হচ্ছে দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে। এ সেই আগের সময় নয়, যখন কিছু আদর্শগত কারণের দোহাই দিয়ে ভারত নিজের স্বার্থকে কিছু দেশের কাছে বিসর্জন দিত।’’

আদর্শগত কারণের কথা বলতে গিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর অভিমত, স্বাধীনতার সময় জোট নিরপেক্ষ আন্দোলনের প্রয়োজন ছিল ঠিকই। দেশের পররাষ্ট্র নীতির একটি উল্লেখযোগ্য সময় হিসাবে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব রয়েছে। কিন্তু তার সীমাবদ্ধতাও রয়েছে বলে মনে করেন ভারতের এই পররাষ্ট্র মন্ত্রী। 

এম.এস.এইচ/

ভারত জি-২০ জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন