মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আমেরিকার নেতৃত্বাধীন রেড সি টাস্কফোর্সে যোগ দেবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ বন্ধ করার লক্ষ্যে আমেরিকা কর্তৃক ঘোষিত বহুজাতিক নৌ টাস্কফোর্সে রাশিয়া অংশগ্রহণ করবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। 

খবরে বলা হয়েছে, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ বন্ধ করার লক্ষ্যে এখন পর্যন্ত দশটি দেশ রেড সি টাস্ক ফোর্সে যোগ দিতে সম্মত হয়েছে। এ নৌ জোটে অংশ নেবে বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া এতে অংশ নেবে না।

মুখপাত্র বলেছেন, আমরা অপারেশনে অংশ নিচ্ছি না।

আরো পড়ুন: হুথিদের হামলা মোকাবিলায় ১০ দেশের জোট গড়ল আমেরিকা

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় লোহিত সাগরের মধ্য দিয়ে যাত্রা করা আন্তর্জাতিক জাহাজগুলোকে লক্ষ্য করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা এসব পরিবহনগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। মূলত ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলের দিকে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। নভেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা বন্ধে প্রথম থেকে সোচ্চার ছিল আমেরিকা। 

খবরে বলা হয়েছে, রেড সি টাস্কফোর্স দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরে যৌথ টহল পরিচালনা করবে। এর মাধ্যমে হুথিদের হামলা মোকাবিলা করা হবে। চলতি মাসের শুরুতেই এ ধরনের একটি টাস্ক ফোর্স গঠনের চিন্তা করছিল আমেরিকা। 

সূত্র : আল জাজিরা  

এইচআ/ আই. কে. জে/ 


রাশিয়া আমেরিকা হুথি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন