মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ইসরায়েলে হামাসের হামলা ও ইউক্রেনে রাশিয়ার হামলা একই ধরনের ঘটনা: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে রাশিয়ার তুলনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইসরায়েলে হামাসের হামলা ও ইউক্রেনে রাশিয়ার হামলাকে একই ধরনের ঘটনা বলে দাবি করেছেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) ন্যাটোর সংসদীয় সমাবেশে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, (দুটি) একই ধরনের খারাপ। শুধু পার্থক্য হলো, ইসরায়েলকে আক্রমণ করেছে একটি ‘সন্ত্রাসী সংগঠন’, আর ইউক্রেনকে আক্রমণ করেছে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’।

তিনি বলেন, আমাদের ঐক্যই এই অশুভকে থামাতে পারে এবং তা করতে হবে। যারা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে, তারা আমাদের ক্রোধের শক্তি টের পাক। আর সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য যাদের সাহায্য প্রয়োজন, তারা প্রত্যেকে আমাদের সংহতির শক্তি অনুভব করুক।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের ইসরায়েল-প্রীতি নতুন নয়। হামাসের হামলা শুরুর পরপরই ইসরায়েলের পক্ষে বিবৃতি দেন তিনি।

জেলেনস্কি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত। এই ‘সন্ত্রাসী হামলার’ আশপাশের সব বিবরণ অবশ্যই প্রকাশ করা উচিত যেন বিশ্ব জানে এবং যারা এই হামলা চালাতে সহায়তা করেছিল, তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে পারে।

এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি ফোনে কথাও বলেন ভলোদিমির জেলেনস্কি। এসময়ও ইসরায়েলিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

একে/


ইসরায়েল-ফিলিস্তিন ভলোদিমির জেলেনস্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন