বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। পাশাপাশি মধ্যাঞ্চলের অনেক এলাকাতেও বাড়তে পারে বৃষ্টি। আর চট্টগ্রাম ও উপকূলীয় জেলাগুলোয় সার্বিকভাবে বৃষ্টি কমলেও সেখানকার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

শনিবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, ১৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা আছে। উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও পাহাড়ধসের আশঙ্কা আছে। তবে দেশের উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ু কিছুটা দুর্বল হয়েছে। ফলে সেখান থেকে সতর্কসংকেত সরিয়ে নেওয়া হয়েছে। নদীবন্দরেও কোনো সংকেত নেই।

তিনি আরো বলেন, মৌসুমি বায়ু এখনো সারা দেশে সক্রিয়। তবে মাসের শুরুতে এটি যেমন তীব্র শক্তি নিয়ে হাজির হয়েছিল, এখন আর তেমনটা নেই। মাঝারি শক্তি নিয়ে তা সারা দেশে সক্রিয় থাকায় দেশের বেশির ভাগ এলাকায় আজ বৃষ্টি ঝরতে পারে।উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।

এদিকে  টানা ১০ দিন ভারী বর্ষণের পর গতকাল শুক্রবার চট্টগ্রাম শহর বৃষ্টিহীন একটি দিন কাটিয়েছে । এদিন ঢাকায় সারা দিন মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হয়েছে সামান্য। দেশের সব মেঘ যেন উত্তরাঞ্চলের দিকে রওনা হয়েছে। সেখানে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এম.এস.এইচ/


বৃষ্টিপাত উত্তরাঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন