মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

এইচএসসি পাসে চাকরির সুযোগ, বেতন ২৭০০০ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

সংগৃহীত

সম্প্রতি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি গুলশান জোনে আগামী ৩ বছরের জন্য আউটসোর্সিংয়ের আওতায় অস্থায়ী ভিত্তিতে ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: নিরাপত্তা পরিদর্শক। 

পদের সংখ্যা: ২। 

আবেদন যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী।

সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ/কারারক্ষী এবং আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ন্যূনতম জেসিও পদমর্যাদার কর্মকর্তা অথবা স্বনামধন্য নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন।

আগের সার্ভিস রেকর্ড ভালো থাকতে হবে এবং এ-সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে। নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ প্রদান এবং পরিচালনার যোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স: ১৮ থেকে ৫৫ বছর (আবেদনের সময় বয়সসীমা ৪৭ বছর)।

বেতন: সাকল্যে মাসিক বেতন ২৭,০০০ টাকা।

পদের নাম: নিরাপত্তারক্ষী (পুরুষ)। পদের সংখ্যা: ১১০। আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ৫৫ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলায় পারদর্শী হতে হবে। বয়স: ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)। বেতন: সাকল্যে মাসিক বেতন ১৮,০০০ টাকা।

পদের নাম: নিরাপত্তারক্ষী (নারী)। পদ সংখ্যা: ১০। আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট, ওজন ন্যূনতম ৫০ কেজি ও সর্বোচ্চ বিএমআই অনুযায়ী। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীকে ডেসকোর নিয়োগকৃত রিটেইনার চিকিৎসক কর্তৃক গৃহীত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলায় পারদর্শী হতে হবে।

বয়স: ১৮ থেকে ৫০ বছর (আবেদনের সময় বয়সসীমা ৩৫ বছর)। বেতন: সাকল্যে মাসিক বেতন ১৮,০০০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের ডেসকোর ওয়েবসাইটে ‘অনলাইন আবেদন ফরম’ পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন ফি: ডেসকোর ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন ফি বাবদ ৫০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’–এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

এসি/আইকেজে 

আরো পড়ুন: ফ্রেশার কর্মী নিচ্ছে ওয়াটারএইড, বেতন ৩০,০০০ টাকা


এইচএসসি চাকরি বেতন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন