শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

কন্ডিশনিং ক্যাম্প করতে হকি দল ভারতে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

অনূর্ধ্ব-২১ হকি দল গতকাল রাতে ভারতের উদ্দেশে সড়কপথে ঢাকা ছাড়ে। এর আগে বিকালে সংবাদ সম্মলনে দলের কোচ মামুনুর রশিদ, দলনেতা মাহবুব এহসান রানা, অধিনায়ক প্রিন্স লাল সামন্তসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভারতে ১০টা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। হরিয়ানার জলন্ধরে চারটা এবং পাঞ্জাবে হবে ছয়টা ম্যাচ। সবগুলো ম্যাচই সিনিয়র দলের বিপক্ষে, যেন ছোট খেলোয়াড়েরা বড়দের সঙ্গে লড়াই করে অভিজ্ঞতা আর সাহসটা বাড়িয়ে নিতে পারে।

এই দলটা ওমানে এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে এবং এশিয়ান গেমসেও খেলবে। জুনিয়র এশিয়া কাপে সেমিফাইনালে উঠতে পারলে জুনিয়ার বিশ্বকাপে খেলার সুযোগও মিলে যাবে। সেই লক্ষ্য নিয়ে গতকাল রাতে ভারতের উদ্দেশে সড়কপথে ঢাকা ছাড়ে অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল।

সড়কপথে কেন যাচ্ছে, এটা নিয়ে কথা উঠেছে। এত লম্বা পথ ভ্রমণ করাটা খেলোয়াড়দের জন্য ক্ষতির কারণ হতে পারে কি না, তা পরিষ্কার করতে মোমিনুল হক সাঈদ জানালেন, কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেসে যাবে। এই ভ্রমণটা খারাপ না।’  তিনি বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্প করতে যাবে। ওমানে গিয়েও প্র্যাকটিস ম্যাচ খেলবে।’

আরো পড়ুন: সিঙ্গাপুর প্রবাসীরাই মেয়েদের প্রেরণা

কিন্তু অর্থের সংকট কেন? হাতে গোনা দু-একটি ফেডারেশন রয়েছে, যারা স্পনসর নিয়ে দুশ্চিন্তা করেনি। এর মধ্যে হকি ফেডারেশন একটি। গতকাল সেই ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ অনূর্ধ্ব-২১ হকি দলের সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন স্পনসর নেই। ‘এখন পর্যন্ত স্পনসর নাই। বাজেট নাই।’ বললেন মোমিনুল হক সাঈদ।

হকি ফেডারেশনে স্পনসরের অভাব শোনা যেত না। কিন্তু ভারতে কন্ডিশনিং ক্যাম্প এবং ওমানে ২৩ মে থেকে ১ জুন জুনিয়র এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করতে গেলে কত টাকা লাগবে? কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে ফেডারেশন বলছে, কোনো কিছু থেমে নেই। সাঈদের কথা হচ্ছে, ‘কোনো কিছু থেমে গেছে দেখেছেন? আমরা দল পাঠাচ্ছি। আপনারা যদি স্পনসর এনে দিতে পারেন দেন। আপানাদেরও তো অনেক জানাশোনা আছে। আমরা সবার সহযোগিতা চাইছি। এখন ঈদের পর সবার পক্ষে সবকিছু করাও সম্ভব হচ্ছে না। আমরা থেমে থাকতে পারি না। সামনে বিশ্বকাপে ওঠার লড়াই। সেই স্বপ্নযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি।’

এম/


 

কন্ডিশনিং ক্যাম্প হকি দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250