মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

কারাগার থেকে নিখোঁজ রাশিয়ার বিরোধী নেতা নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরোধী নেতা কারাবন্দি অ্যালেক্সি নাভালনির সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তার আইনজীবীরা এমনটি দাবি করেছেন। এই নেতাকে মস্কোর ১৫০ মাইল পূর্বে একটি কারাগারে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। 

গত আগস্টে ১৯ বছরের কারাদণ্ড হয় নাভালনির। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে কারাদণ্ড হয় এই নেতার। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। নাভালনির সমর্থকদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা বন্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাভালনিকে গ্রেপ্তার ও কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

আরো পড়ুননতুন ভিসা নীতির ঘোষণা অস্ট্রেলিয়ার

বিরোধী এ নেতার মুখপাত্র কিরা ইয়ারমিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আইনজীবীরা দুটি পেনাল কলোনিতে ঢুকতে বেশ কয়েকবার চেষ্টা করেছেন। নাভালনি গুরুতর অসুস্থ। তিনি বলেন, আইনজীবীরা জানতে পেরেছেন ৪৭ বছর বয়সী নাভালনি আইকে-৬ বা আইকে-৭ কোনো পেনাল কলোনিতেই নেই।

নাভালনি গত ছয় দিন ধরে নিখোঁজ বলে উল্লেখ করে কিরা বলেন, শুক্রবার ও সোমবার কোনো পেনাল কলোনিই তাদের আবেদনে সাড়া দেয়নি।  

রুশ প্রেসিডেন্ট পুতিনের এ সমালোচক ২০২১ সালের জানুয়ারিতে দেশে ফিরলে গ্রেপ্তারের পরের মাসে তাকে কারাদণ্ড দেওয়া হয়।  

সূত্র: সিএনএন 

এইচআ/  আই.কে.জে

কারাদণ্ড নিখোঁজ অ্যালেক্সি নাভালনি বিরোধী নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন