মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে আরেকটি জেব্রা–শাবকের জন্ম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

জেব্রা–শাবক - ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরেকটি জেব্রা–শাবকের জন্ম হয়েছে। গত শনিবার রাতে শাবকটির জন্ম হয়। গতকাল রোববার রাত ১১টার দিকে খবরটি সাংবাদিকদের জানানো হয়। এর আগে গত এপ্রিল মাসে একটি জেব্রা–শাবকের জন্ম হয়েছিল।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মা জেব্রাটি ঝোপের আড়াল থেকে শাবকসহ বের হয়েছে। শাবকটির শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে, এটি শনিবার ভোররাতের দিকে জন্ম নিয়ে থাকতে পারে। শাবকটির জন্মের পর তাদের ওপর নিবিড় দৃষ্টি রাখা হচ্ছে। পার্কে ১৩টি স্ত্রী ও ১৩টি পুরুষ জেব্রা আগে থেকেই আছে। শনিবার জন্ম নেওয়া জেব্রা–শাবকসহ তাদের পালটি এখন ২৭ সদস্যের।


ছবি: সংগৃহীত

পার্ক সূত্র জানায়, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার পর একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কিছু জেব্রা সাফারি পার্কে আনা হয়। জেব্রাগুলো পার্কের ‘আফ্রিকান সাফারি’ অংশে ঝোপঝাড় ও তৃণভূমির সমন্বয়ে বিশাল এলাকাজুড়ে বিচরণ করে। জেব্রার সঙ্গে ওয়াইল্ডবিস্ট, জিরাফ, গ্যাজেল, কমন ইল্যান্ডসহ আরও বেশ কিছু প্রাণী বসবাস করে।

আরো পড়ুন:এখনই ঘুরে আসুন প্রকৃতি কন্যা জাফলং

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার শাবকটির জন্ম হয়েছে। তবে শাবকটি স্ত্রী নাকি পুরুষ প্রজাতির, তা জানা যায়নি। কয়েক দিনের মধ্যেই জানা সম্ভব হবে। মা জেব্রা ও শাবকটি ভালো আছে।

এম/


গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক জেব্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন