বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১০টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা *** এইচএসসির স্থগিত ২২শে ও ২৪শে জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা *** বিশ্বজুড়ে বিভিন্ন পদে ১৭,৩০০ কর্মী নিয়োগ দেবে এমিরেটস

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম জারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন দণ্ডের শীর্ষ থেকে এক চতুর্থাংশ নিচে থাকবে জাতীয় পতাকার অবস্থান। বুধবার ৯ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পতাকা বিধি ১৯৭২’ এর কিছু সংশোধন করা হয়েছে। বিধি-৭ এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে প্রথমে পতাকার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকার দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। পতাকা নামানোর সময় পতাকার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করে তারপর নামাতে হবে।

আরো পড়ুন: আমেরিকা বন্ধু সাজার চেষ্টা করছে: আ.ক.ম মোজাম্মেল

কোনও পতাকার দণ্ডের দৈর্ঘ্য ২৪ ফুট হলে দণ্ডের চূড়া ও পতাকার শীর্ষের দূরত্ব হবে ৬ ফুট। পতাকার দণ্ডের দৈর্ঘ্য ২৮ ফুট হলে খুঁটির শীর্ষ এবং পতাকার শীর্ষের দূরত্ব হবে ৭ ফুট। বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে।

এসি/ আই. কে. জে/ 


জাতীয় পতাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন