মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

টিউশন ফি বিহীন শিক্ষাপ্রতিষ্ঠান চালু করবেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে নিজের বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে তার আগে তিনি একটি স্কুল তৈরি করতে চান। এই লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ নিতেও শুরু করেছেন। জানা গেছে তার এই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি থাকবে না। 

স্কুল খোলার জন্য ইলন মাস্ক ইতোমধ্যে একটি দাতব্য প্রতিষ্ঠানকে ১০ কোটি ডলার দিয়েছেন। শুরুতে এই অর্থ দিয়ে একটি প্রাথমিক স্কুল খোলা হবে। পরে পর্যায়ক্রমে হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

ইলন মাস্কের দেওয়া এ অর্থ দিয়ে প্রতিষ্ঠিত স্কুলে প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষার্থী নেওয়া হবে। এসব শিক্ষার্থীকে স্টেম সাবজেক্টস বা বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও গণিতসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পড়ানো হবে। স্টেম সাবজেক্টস বলতে বোঝায়, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, প্রযুক্তি ও প্রকৌশল, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান, অর্থনীতি ও ভূবিদ্যা। 

আরো পড়ুন : লন্ডনের দ্বিতীয় বিলাসবহুল বাড়িটি কিনলেন সেরামের আদর

জানা গেছে,  দাতব্য প্রতিষ্ঠানের নাম দ্য ফাউন্ডেশন। দাতব্য সংস্থাটি সর্বোচ্চ স্তরে শিক্ষার জন্য স্কুল থেকে তার কার্যক্রম প্রসারিত করে নিবেদিত একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চায়। ধনকুবের ইলন মাস্কের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য শিগগির নিয়ন্ত্রক সংস্থা ইউনিভার্সিটি সাউদার্ন অ্যাসোসিয়েশন অব কলেজ অ্যান্ড স্কুল কমিশন অন কলেজে স্বীকৃতির জন্য আবেদন করবে।

প্রাথমিকভাবে স্কুলটিতে কোনো টিউশন ফি না নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে টিউশন ফি চালু করা হলে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্কলারশিপ বা বৃত্তি দেওয়া হবে।

এর আগেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। ২০১২ সালে তিনি ‘অ্যাড অ্যাস্ট্রা’ নামে একটি প্রাইভেট স্কুল চালু করেছিলেন। তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বাচ্চাদের জন্য ওই স্কুল চালু করা হয়েছিল। ওই স্কুল সম্পর্কে ইলন বলেছিলেন, অ্যাড অ্যাস্ট্রায় কোনো গ্রেড নেই, বরং স্কুলটি শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

সূত্র: ব্লুমবার্গ 

এইচআ/ আই.কে.জে/


ইলন মাস্ক শিক্ষাপ্রতিষ্ঠান ১০ কোটি ডলার দাতব্য সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন