মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ঢাকা-নারিতা ফ্লাইটে শুল্কমুক্ত সুবিধায় মদ!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাপানের নারিতায় সরাসরি চালু হতে যাওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য শুল্কমুক্ত সুবিধায় বিয়ার ও মদ জাতীয় পণ্য পাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিছু শর্ত সাপেক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে বন্ড সুবিধায় নির্ধারিত বিক্রয়মূল্যে মদ ও বিয়ার সংগ্রহ করার অনুমতি দিয়েছে।

রোববার (২৭ আগস্ট) কাস্টমস ও বন্ড শাখার একটি চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা ফ্লাইটের জন্য চাহিদাকৃত বিয়ার ও মদ আইটেম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে বন্ড সুবিধায় নির্ধারিত বিক্রয়মূল্যে সংগ্রহ করে ব্যবহার করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আবেদনটি পর্যালোচনাক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩-২০২৪ অর্থবছরের প্রাপ্যতার বিষয়টি প্রক্রিয়াধীন এবং বিবেচ্য ফ্লাইটে চালুর পূর্বে সময়ের স্বল্পতার বিষয়টি বিবেচনাপূর্বক শর্ত সাপেক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হতে বন্ড সুবিধায় ওই পণ্য আমদানির অনুমতির প্রদানে সম্মতি জ্ঞাপন করছে।

শর্তগুলো হলো, কাস্টমস আইন মেনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হতে গৃহীত পণ্যের বিবরণ, সংখ্যা ও মূল্য সংবলিত তথ্য সংশ্লিষ্ট কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট বরাবরে মাসিক ভিত্তিতে দাখিল করতে হবে। বন্ড কমিশনারেট উক্ত বিবরণ যাচাই ও প্রত্যয়নপূর্বক প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে প্রেরণ করবে। এ অনুমোদনের মাধ্যমে শুধুমাত্র ঢাকা-নারিতা ফ্লাইটে সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হতে বিয়ার ও মদ জাতীয় পণ্য ক্রয় করা যাবে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হতে গৃহীত পণ্যমূল্যের সমপরিমাণমূল্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরবর্তী প্রাপ্যতাসমূহ হতে সমন্বয় বিয়োজন করা হবে। এ অনুমোদনপত্রের কার্যকারিতা পত্র জারির তারিখ হতে পরবর্তী ৬ মাসের জন্য প্রযোজ্য হবে।

আর.এইচ 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন