বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

তদন্তের মুখে চীনা প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। ছবি : সংগৃহীত

প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। এবার তার বিষয়ে মুখ খুলেছেন দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। অস্ত্র ক্রয়ে দুর্নীতির অভিযোগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর বিরুদ্ধে তদন্ত চলছে বলে চীনের কয়েকজন সামরিক কর্মকর্তার বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে লি শাংফুর জিজ্ঞাসাবাদ করা করা হচ্ছে। একই অভিযোগে লি ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে চলছে তদন্ত।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত লি শাংফুর নেতৃত্বে আটজনের এ দলটি চীনা সামরিক বাহিনীর অস্ত্র ও সরঞ্জাম কেনার দায়িত্বে ছিল। এ দায়িত্ব পালনের সময়ই তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। 

যদিও লি শাংফুকে আটক ও তার বিরুদ্ধে তদন্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বেইজিং। এর ফলে ভবিষ্যতে তার ভাগ্যে কী ঘটবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। 

চলতি বছরের গত মার্চ মাসে চীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাংফু।

গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেছিলেন, তিনি পরিস্থিতিটি সম্পর্কে অবগত নন। স্টেট কাউন্সিল ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। লি’র সঙ্গেও কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্রিটেনের দৈনিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, ৬৫ বছর বয়সী লি শাংফুকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং চীনা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত করছেন।

নতুন এই রদবদলে বাদ পড়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। একের পর এক কর্মকর্তার নিখোঁজ বিষয়ে জাপানে নিযুক্ত মার্কিন কূটনীতিক রাহ ইমানুয়েল এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, প্রথমে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং নিখোঁজ হলেন, এরপর রকেট ফোর্স কমান্ডাররাও নিখোঁজ। আর এখন দুই সপ্তাহ ধরে প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

জাপানে নিযুক্ত মার্কিন দূত আরও লিখেন, কে জিতবে এই বেকারত্বের দৌড়ে? চীনের তারুণ্য নাকি শি’র মন্ত্রিসভা?

গত ২৯ আগস্ট জেনারেল লি শাংফুকে শেষবার প্রকাশ্যে দেখা যায়। বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে বক্তব্য দেন তিনি।

ওই মাসেই প্রতিবেদনে উঠে আসে, শি তার সরকারে বড় ধরনের রদবদল আনেন। দুই রকেট ফোর্স জেনারেলকে সরিয়ে দেন। তারা হলেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান লি ইউচাও ও তার ডেপুটি লিউ গুয়াংবিন। তারা দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রব্যবস্থা তদারকের দায়িত্বে ছিলেন। তাদেরও কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।

এসকে/ 

 

চীন প্রতিরক্ষামন্ত্রী দুর্নীতির অভিযোগ অস্ত্র ক্রয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন