সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে : মোদী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ভারতের রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক প্রদর্শনী-কাম-কনভেনশন সেন্টার (আইইসিসি) 'ভারত মণ্ডপম' উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে তাকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত করা হলে ভারতকে তিনি বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির একটি হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন বেশ জোর কদমেই চলছে দিল্লিতে। বৈঠকের জন্য প্রায় ২৭০০ কোটি রুপি ব্যয়ে আইইসিসি কমপ্লেক্স পুনর্নির্মাণ করা হচ্ছে। 

ভারত মণ্ডপম নির্মাণের সাথে জড়িত সকল শ্রমিকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মোদী।

এই আধুনিক কমপ্লেক্সটি ভারতের বৃহত্তম মাইস (মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী) কমপ্লেক্স। এটি আন্তর্জাতিক প্রদর্শনী, বাণিজ্য মেলা, সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্মিত হয়েছে। একাধিক মিটিং রুম, অডিটোরিয়াম ইত্যাদি সংবলিত কমপ্লেক্সটি যেকোনও বড় ধরনের আয়োজনের জন্য উত্তম।

ভারত মণ্ডপমের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, এ কমপ্লেক্সটি ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের।

২৬ জুলাই কার্গিল দিবস হিসেবে কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় দিল্লিতে বিশ্বের বৃহত্তম জাদুঘর নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি বলেন, বিগত ৫ বছরে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র‍্যসীমা থেকে বেরিয়ে এসেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও জানায় ভারত চরম দারিদ্র্যসীমা অতিক্রম করে এসেছে। অর্থাৎ বিগত ৯ বছরে যেসব নীতি ও সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা দেশকে সত্যিই সঠিক পথে নিয়ে যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "আমার তৃতীয় মেয়াদে, ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে, এটি মোদির গ্যারান্টি।"

আই. কে. জে/

ভারত মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন