ছবি: সংগৃহীত
দিল্লীতে অনুষ্ঠিতব্য ১৮তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিট এর পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রথমবারের মতো ঢাকা সফরে আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে তারা একত্রে নৈশভোজও করেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ল্যাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারপর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন