সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

দ্রুত যুদ্ধবিরতি চায় তিন পরাশক্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েল-হামাস চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং দীর্ঘমেয়াদে টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে এই আহ্বান জানান তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। গণমাধ্যম সূত্রে একথা জানা গেছে।

জার্মান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা কেবল লড়াই বন্ধ হওয়াই নয়, বরং দীর্ঘমেয়াদে তা বন্ধ হওয়ার পক্ষে। গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধে তারা লিখেছেন, “আমাদের লক্ষ্য কেবল আজ লড়াইয়ের অবসান ঘটানো্ নয়, বরং দিনের পর দিন বছরের পর বছর এবং প্রজন্মের পর প্রজন্মের জন্য লড়াইয়ের অবসান ঘটানো।”

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার পরিস্থিতি নিয়ে প্যারিস গভীরভাবে উদ্বিগ্ন। অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছে।

আরো পড়ুন: হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে ইসরায়েলের আলোচনা শুরু 

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার যুদ্ধে অবিলম্বে একটি যুদ্ধবিরতি হওয়া জরুরি। তাহলে জিম্মিদের মুক্ত করার জন্য একটি যুদ্ধবিরতির দিকে আগানো সম্ভব হবে। তাছাড়া, গাজায় প্রবেশ করবে আরও মানবিক সাহায্য এবং সর্বোপরি পরিস্থিতি রাজনৈতিক সমাধানের দিকে এগুবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে প্যালেস্টাইনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দুপক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পূর্ণ হয়েছে। এখন যুদ্ধ তীব্রতম পর্বে প্রবেশ করেছে। ইসরায়েলি যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন লক্ষ্যে অবিরাম বোমা হামলা চালাচ্ছে। 

সূত্র : রয়টার্স 

এইচআ/  আই.কে.জে

পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধবিরতি দ্রুত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন