বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

নিরাপদে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া যাত্রীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই বিমানবন্দরে আটকে পড়া ২৫১ যাত্রীকে দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৫৫ মিনিটে ২১১ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে বিমানের ওই উড়োজাজটি। এর আগে জরুরি ভিত্তিতে ২৬ জন যাত্রীকে অন্য এয়ারলাইন্সে ঢাকায় পাঠানো হয়েছিল। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার লিপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিমানের দুবাই-ঢাকা ফ্লাইট যান্ত্রিক ক্রুটির কারণে আটকা পড়েছিলেন। দুবাইয়ে আটকা পড়া যাত্রীদের বিমানের পক্ষ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মেরামত শেষে বিমানটি আজ ঢাকায় পৌঁছেছে। 

তবে একাধিক যাত্রীর অভিযোগ, দুবাইয়ে বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের তেমন খোঁজ-খবর নেননি সেখানে কর্মরত বিমান কর্মকর্তারা। 

নাছরিন সুলতানা নামে যাত্রী জানান, বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর যাত্রীদের ডাক-চিৎকারে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেন বিমানকর্মীরা। 

ভুক্তভোগী যাত্রীদের কয়েকজন অভিযোগ জানান, বিমান কর্মকর্তারা বিজনেস ক্লাসের ২-১ জন যাত্রীর খোঁজ-খবর নিলেও সাধারণ যাত্রীদের খোঁজ-খবর নেননি।

এসকে/ 


বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই আটকে পড়া যাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন