সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

মিশর সফরে নরেন্দ্র মোদী : দিল্লি-কায়রো সম্পর্ক আরো জোরদার করার প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

মিশরে ভারতীয় রাষ্ট্রদূত অজিত গুপ্ত গত শুক্রবার বলেছেন যে, ভারত ওবং মিশর হল বিশ্বের দুটি সর্বশ্রেষ্ঠ প্রাচীন সভ্যতা এবং এদের সম্পর্ক ৪ হাজার বছরেরও বেশি পুরনো।

কয়েক শতাব্দী ধরে ভারত-মিশরের মধ্যে সামুদ্রিক যোগাযোগ ছিল এবং সাম্প্রতিককালে, বিশেষ করে ২০১৪ সালে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এ সম্পর্ক আরো জোরদার হয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, ভারতের সংস্কৃতি মুগ্ধ করেছে মিশরের সবাইকে। তারা কয়েক দশক ধরে বলিউডের সিনেমা উপভোগ করছে৷ তারা জানে যে ভারত ও মিশর জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার জন্য একসাথে কাজ করেছে। মিশরের মানুষেরা আজও মহাত্মা গান্ধী এবং সাদ জগলুলের বন্ধুত্বের কথা ভুলে নি।

ভারতীয় রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ তারিখ পর্যন্ত মিশর সফরে থাকবেন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মোদী এবং মিশরের প্রধানমন্ত্রীর মধ্যে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির সফল ভারত সফরের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে উভয় দেশই তাদের সম্পর্ককে আরো উন্নত করতে সম্মত হন। এরই পরিপ্রেক্ষিতে মিশরের রাষ্ট্রপতি তার মন্ত্রিসভায় একটি বিশেষ ভারত ইউনিট গঠন করেছেন, যা সিনিয়র মন্ত্রীদের নিয়ে গঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভারত ইউনিটের সাথেও বৈঠকে বসবেন।

আরো পড়ুন: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’ মিশরীয় তরুণীর গানে বিস্মিত নরেন্দ্র মোদি

মিশরের রাষ্ট্রপতির অনুরোধে ২৪ ও ২৫ তারিখ দুইদিন মিশরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি তার প্রথম মিশর সফর।

রাষ্ট্রপতি সিসির সাথে আলোচনা ছাড়াও, মিশরীয় সরকারের সিনিয়র গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিছু বিশিষ্ট মিশরীয় ব্যক্তিত্ব এবং মিশরে অবস্থিত ভারতীয়দের সাথে আলাপ করবেন নরেন্দ্র মোদী।

এম এইচ ডি/ আই. কে. জে/

মিশর সফর ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন