বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফলে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিসহ আশপাশের দেশে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর: সিএনএন’র।

তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ মাত্রার বলা হলেও পরে জানানো হয় এটি ৭ দশমিক ৮ মাত্রার ছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার ফিজি, ভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়া অঞ্চলের অবস্থিত ভূমিকম্পটির উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতার কথা বলেছে। সংস্থাটি বলছে, ভানুয়াতু উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ দেখা দিতে পারে। অন্যদিকে ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ড উপকূলে শূন্য দশমিক ৩ থেকে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।

আরো পড়ুন: সিরিয়া যুদ্ধের পর প্রথম সৌদি আরব সফরে বাশার আল–আসাদ

তবে হাওয়াই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি টুইট করে জানিয়েছে, তাদের ওখানে সুনামির আশঙ্কা নেই।

ভূমিকম্পটি ৩৮ কিলোমিটার ভূগর্ভ থেকে উৎপত্তি হয়েছে বলেও জানায় ইউএসজিএস।

নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি টুইট করে জানায়, ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছে তারা।

এম/

 

ভূমিকম্প সুনামি সতর্কতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন