বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

প্রিয় মা, শুধু ভাবি যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা কেমন হৃদয়ের মানুষ!

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

প্রিয় মা, 

আশা করি ভালো আছো এবং দোয়া করি দীর্ঘজীবি হও আমার জন্য। তোমায় নিয়ে লিখা চিঠি এক পৃষ্ঠায় হয় না মা। একটু আড়াল হলে যেন হাজার কথা জমে যায়। যদি শিক্ষা বা চাহিদার তাগিদে ঘর ছাড়তে না হতো, তোমার ছায়াতল হতে কখনোই নড়তাম না। আর তুমিও হয়তো ছাড়তে না। 

ছুটি হওয়ার সাথে সাথে একটুও বিলম্ব না করে ছুট দেই বাড়ির পানে। শুধু ঐ প্রিয় মুখখানা দেখার জন্য মা। একটা দিন ব্যস্ততায় কথা না হলে পরের দিন প্রথম প্রশ্ন থাকে কাল কী হয়েছিল তোমার? আমি অসুস্থ হলে তুমিই যেন বড় ডাক্তার হয়ে যাও। আমার সাতদিনের ছুটি যেন তোমার কাছে নিতান্তই কম হয়ে যায়। এই অমূল্য যত্ন আর বিনা আর্জিতে দোয়ার দুটি হাত তুমি ছাড়া আর কোথায় পাবো?

জানো মা! আমি শুধু ভাবি যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা কেমন হৃদয়ের মানুষ? যদি সারাজীবন বেঁধে রাখার মতো কোনো উপায় থাকতো আমি সেটাই করতাম তোমার জন্য মা। দুনিয়াটা শুধু স্বার্থের, তাই হয়তো আল্লাহ সবার জন্য একটা নিঃস্বার্থ স্থান দিয়ে দিয়েছেন, ‘মায়ের কোল’। তোমার প্রিয় মন জুড়ানো মুখটা খুব দেখতে ইচ্ছে করছে। খুব শিঘ্রই চলে আসবো তোমার কাছে মা। 

জানি বলতে হবে না, মায়ের দোয়ায় সন্তানের নাম সবার আগে থাকে। তবু বলছি দোয়া করো আর নিজের যত্ন নিও। 

——ইতি

তোমার ছেলে

শিবলী    


এস/ আই. কে. জে/ 

দোয়া প্রিয় মা তোমার ছেলে শিবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন