বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের অর্থ সহায়তা দিলেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

পাকিস্তানের তারকা গায়ক আতিফ আসলাম ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় বিরতিহীন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে মৃত্যুর মিছিলের পাশাপাশি পানি-খাদ্য সংকটে মানবেতর জীবন-যাপন করছেন বাসিন্দারা।

গাজার অসহায় মানুষের জন্য ১৫ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থ সহায়তা করেছেন আতিফ আসলাম।

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি দাতব্য সংস্থা আলখিদমাত ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থ সহায়তা করেছেন আতিফ আসলাম। আর এই অর্থ ব্যয় হবে গাজার অসহায় মানুষের চিকিৎসা ও খাদ্যের জন্য।

দাতব্য সংস্থা আলখিদমাত ফাউন্ডেশন এক টুইটে (এক্স) জানিয়েছে, এই দুঃসময়ে গাজার মানুষের জন্য ১৫ মিলিয়ন রুপি অর্থ সহায়তা দেওয়ার জন্য সম্মানিত আতিফ আসলামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশ্বের অধিকাংশ শিল্পীরা যখন গাজাবাসীর অবরুদ্ধ অবস্থায় নীরবতা পালন করছেন। ঠিক তখন অর্থ সহায়তার জন্য আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

ওআ/


ইসরায়েল-ফিলিস্তিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন