ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা ওয়াসার ‘সায়েদাবাদ পানি শোধনাগার তৃতীয় পর্যায়’ প্রকল্পের জন্য বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ২০০ মিলিয়ন ইউরো অর্থায়নের একটি ঋণ চুক্তি সই হয়েছে। খবর বাসসের।
আজ বুধবার (৩০শে এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এজেন্সি ফ্রান্সিজ ডি ডেভেলপমেন্টে’র (এএফডি) কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা রাজধানীর ইআরডি’তে বাংলাদেশ ও ফ্রান্সের পক্ষে ঋণ চুক্তিতে সই করেন।
আজ ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া চুক্তি সই অনুষ্ঠানে ইআরডি, এলজিডি এবং ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ঋণের উদ্দেশ্য হলো ঢাকা শহরে টেকসই ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা। এএফডি’র বর্তমান ঋণ সহায়তার আওতায় ঢাকা শহরে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর পরিবর্তে মেঘনার হারিয়া পয়েন্ট থেকে পানি উত্তোলনপূর্বক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সাহায্যে বিশুদ্ধকরণের মাধ্যমে তা ঢাকায় সরবরাহ হবে।
এদিকে ঋণের সুদের হার ১ দশমিক ৭৭ শতাংশ এবং নির্দেশক স্থির হারে ইউরো ৬ এম-৯৯বিপি, যেখানে গ্রেস পিরিয়ড পাঁচ বছর এবং পরিশোধের সময়কাল ১৫ বছর। অনুদানের পরিমাণ ২৫ দশমিক ১৯ শতাংশ।
এজেন্সি ফ্রান্সিজ ডি ডেভেলপমেন্টে (এএফডি) বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে ১৯৭২ সাল থেকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে।
আরএইচ/