বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

কলকাতার স্বস্তিকা ফের ঢাকার ছবিতে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাত নির্মাণ করতে যাচ্ছেন ‘ওয়ান ইলেভেন’ শিরোনামের একটি সিনেমা। এরই মধ্যে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বরণ্যে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এবার সিনেমাটি অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। 

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানা গেছে। 

সিনেমাটিতে আফজাল হোসেন যে অভিনয় করছেন সে খবর আগেই প্রকাশ করেছেন। তার বিপরীতে কলকাতার এক নামি অভিনেত্রী অভিনয় করবেন সে ধারণা আগেই দিয়েছিলেন তিনি। এবার নিশ্চিত করে জানালেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি থাকছেন সিনেমাটিতে।

পরিচালক নিজেই জানিয়েছেন, ছবিতে আফজাল হোসেন ও স্বস্তিকা গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করবেন। তাদের অংশের দৃশ্যধারণ করা হবে ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে।

বাংলাদেশে এটি হতে যাচ্ছে স্বস্তিকার দ্বিতীয় চলচ্চিত্র। ২০০৮ সালে তিনি ‘সবার উপরে তুমি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এফ আই মানিক পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

‘ওয়ান ইলেভেন’ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

‘ওয়ান ইলেভেন’-এ অভিনয়ে সম্মতির কারণ স্বস্তিকা বললেন, ‘ওপার বাংলায় কাজ করার ইচ্ছা আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার, ওই একবারই গিয়েছিলাম ঢাকায়, একটা কমার্শিয়াল সিনেমার শুটিং করতে। তারপর বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি। 

কামরুল রিফাত আমার ছবির পরিচালক, ওয়ান ইলেভেনের গল্পটা পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি গল্পটা পড়েছিলাম। তারপর আমি চিত্রনাট্য পড়েছি।

আরো পড়ুন: প্রথমবার ট্রান্সজেন্ডার নারী হলেন ‘মিস পর্তুগাল’

চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে একাধিক মিটিং করেছি, এরপর একরকম মুগ্ধতা তৈরি হয় পুরো গল্প এবং তারা যেভাবে শুটিং করতে চান—পুরো বিষয়টার সঙ্গে। সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া।’

স্বস্তিকা আরও বলেন, ‘আমি সব সময় এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে কখনো করিনি। কারণ, আমি পর্দায় একই চরিত্রে নিজেকে বারবার দেখতে চাই না।

একই চরিত্র করতে থাকলে দর্শক কেন আমাকে বা আমার ছবি দেখতে চাইবে? আর বাংলাদেশের একটা কাজ করব, মনের মতো না হলে হয়তো কাজটা করা হয়ে উঠত না। কিন্তু সত্যিই আমি খুব খুশি ছবিটিতে কাজ করতে যাচ্ছি ভেবে।’

বলিউডেও অভিনয় করেছেন স্বস্তিকা। আফজাল হোসেনের বিপরীতে অভিনয় নিয়ে রোমাঞ্চিত স্বস্তিকা। বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত।

তাঁদের অনেকেরই কাজ দেখি, তা ওটিটি প্ল্যাটফর্ম বা কলকাতার প্রেক্ষাগৃহ যেখানেই মুক্তি পাক—দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় পাওনা। আমি আশা করছি, একটা টিম হয়ে আমরা কাজটি করব।’

এসি/ আই. কে. জে/ 


কলকাতার স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন