মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ফেসবুকের অফিশিয়াল পেজের পোস্ট ‘রিলিজ ইমরান খান’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে অফিশিয়াল পেজ থেকে পোস্ট করেছে ফেসবুক। যদিও দ্রুতই সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়, কিন্তু ততক্ষণে তা ছড়িয়ে পড়ে।

সেই পোস্টটিতে লেখা ছিল—'রিলিজ ইমরান খান'।

বরাবরই রাজনৈতিক নিরপেক্ষতার ওপর জোর দেওয়া ফেসবুকের দেওয়া এই পোস্টটি অপ্রত্যাশিত ও নজিরবিহীন বলছেন ব্যবহারকারীরা। স্বয়ং ফেসবুকের এই পোস্টে কপালে চিন্তার ভাজ পড়েছে ব্যবহারকারীদের। অনেকের মনেই প্রশ্ন জাগতেই পারে—তাহলে কি ফেসবুক নিজেই এখন নির্দিষ্ট কাউকে সমর্থন করছে বা করবে?

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের কারাবাসের বিষয়টি 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' হিসেবে উল্লেখ করে বরাবরই এর নিন্দা জানিয়ে আসছে তার সমর্থকরা।

ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে কেন এই ধরনের পোস্ট এলো, তা নিয়ে বেশ কয়েকটি অনুমান সামনে এসেছে। তার একটি হলো—ফেসবুক হয়তো সাইবার আক্রমণের শিকার হয়েছে। যারা সাইবার আক্রমণ করেছে, তারাই প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণ নিয়ে এই পোস্টটি দিয়েছে। কিংবা এমনও হতে পারে ফেসবুকের অফিশিয়াল পোস্টের অ্যাক্সেস আছে, এমন কোনো কর্মীই তার ব্যক্তিগত মত হিসেবে অথবা অনিচ্ছাকৃত ভুল বশত এই পোস্টটি করেছে।

আবার কেউ কেউ এমনও মনে করছেন যে, ফেসবুককে যেহেতু পরিচালনার জন্য অত্যাধুনিক অ্যালগরিদম ও প্রচুর পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে হয়, পরিচালনগত ভুল থেকেই এই পোস্টটি হয়ে থাকতে পারে। যদিও এমনটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। 

বিষয়টি নিয়ে ফেসবুক এখনো কোনো বিবৃতি দেয়নি।

একে/



ভাইরাল পোস্ট ফেসবুক অফিশিয়াল পেজ রিলিজ ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন