বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামল বাংলাদেশ। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই ম্যাচে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

সেমি-ফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জঙয় বেশ গুরুত্বপূর্ণ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় না পেলেও ঠিক রাখতে হবে রান রেট।

টস হেরে নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমরা ব্যাট করতে চেয়েছিলাম। সাকিব আল হাসানের পরিবর্তে নাসুম ফিরেছে একাদশে। সত্যি কথা বলতে, আমরা এই ম্যাচ জিততে চাই। আমরা এটা করে দেখাতে চাই।'

আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও এই ম্যাচে বাদ পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশ আজ নামছে দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে। সঙ্গে আছেন তিন স্পিনার মেহেদী মিরাজ, শেখ মেহেদী ও নাসুম আহমেদ। অজি একাদশে রাখা হয়নি আগের ম্যাচে ইতিহাস গড়া গ্লেন ম্যাক্সওয়েলকে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।

ওআ/

ক্রিকেট বাংলাদেশ বিশ্বকাপ অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন