বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা *** নির্বাচন করতে চান বিসিবির সভাপতি ফারুক *** দুই দেশের অনুমতি ছাড়া বাংলাদেশ সীমান্ত দিয়ে রাখাইনে সহায়তা পাঠানোর সুযোগ নেই: জাতিসংঘ *** সারাদেশে দিন ও রাতের তাপামাত্রা বাড়বে *** বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার *** বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ১৭ বছরের অপেক্ষা ফুরোচ্ছে এ স্টেডিয়ামের *** পোপ হতে চান ট্রাম্প! *** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

বাংলাদেশে কার্যক্রম আরো বাড়াতে চায় বোয়িং

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং আগামী দিনগুলোতে বাংলাদেশে তাদের কার্যক্রম আরো বাড়াতে চায় বলে জানিয়েছেন এশিয়া প্যাসিফিক ও ভারতের বোয়িং কমার্শিয়াল মার্কেটিং ম্যানেজিং ডিরেক্টর ডেভ শাল্টে। তিনি জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা, প্রসারিত অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা চালিত হওয়ার কারণে আগামী দশকে বাংলাদেশে বিমান ভ্রমণ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (১০ মে) রাজধানীর গুলশানের দ্যা ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোয়িং এমন সময় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যখন বাংলাদেশে তাদের ক্লায়েন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাস ব্র্যান্ডের ১০টি এয়ারক্রাফট কেনার ঘোষণা দিয়েছে। উড়োজাহাজ ব্যবসায় বোয়িংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী এয়ারবাস।

বোয়িং বাংলাদেশে তাদের বাজার হারাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কমার্শিয়াল মার্কেটিং ম্যানেজিং ডিরেক্টর ডেভ শাল্টে সরাসরি কোনো উত্তর দেন নি। তিনি বলেন, তারা সবসময় বিমান বাংলাদেশসহ অন্যান্য দেশী উড়োজাহাজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মধ্যেই আছেন। তাদের বাংলাদেশে ৫০ বছর ধরে শক্তিশালী অবস্থান রয়েছে।

আরো পড়ুন: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

তিনি আরো বলেন, বাংলাদেশের বাণিজ্যিক এভিয়েশনে দ্রুত প্রবৃদ্ধিতে বোয়িং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, উড়োজাহাজ একই ধরনের হলে এই খাতের প্রবৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এতে পরিচালন ব্যয় ও অন্যান্য খরচ কমে আসে। তিনি উল্লেখ করেন, কমার্শিয়াল মার্কেট আউটলুক  (সিএমও) পূর্বাভাস অনুযায়ী যাত্রী ভ্রমণ ও এয়ার কার্গোর চাহিদা মেটাতে দক্ষিণ এশিয়ার ক্যারিয়ারদের আগামী ২০ বছরে ২ হাজার ৩শ টিরও বেশি নতুন বাণিজ্যিক বিমানের প্রয়োজন হবে। এর ফলে দক্ষিণ এশিয়ার বর্তমান ইন-সার্ভিস বিমানবহরে বর্তমান ৭শটি থেকে তিনগুণ বেশি বৃদ্ধি হবে বলে জানান তিনি।

এম এইচ ডি/ আইকেজে 

এয়ারবাস বোয়িং বাংলাদেশ উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন