সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

ব্রিকস সম্মেলনের আগে সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা চলা ব্রিকস সম্মেলনে মুখোমুখি হবেন। 

তবে সম্মেলনে মুখোমুখি হওয়ার আগেই পারস্পরিক আস্থার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সোমবার (১৪ আগস্ট) বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের শীর্ষ সেনাকর্মকর্তারা। এটি ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে ১৯তম বৈঠক। এতে ভারতের তরফ থেকে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল রশিম বালি।

এসসিও বৈঠকের আগে  গত ২৩ এপ্রিলও ভারত এবং চীন সীমান্ত বৈঠকে বসেছিল। তবে সে বৈঠকে পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সরানো নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি দু’পক্ষ। ২০১৭ সালে ডোকলাম সংঘাতের পর ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনা হাতাহাতিতে জড়িয়ে পড়াপর পর থেকে বার বার উত্তপ্ত থেকেছে ভারত-চীন সীমান্ত। এক্ষেত্রে এটা জেনে রাখা উচিত যে, ভারত-চীনের মাঝে থাকা ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসাবে কখনওই স্বীকার করেনি চীন। চীনের বিরুদ্ধে একতরফা ভাবে সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করার অভিযোগ অনেক আগেই তুলেছে ভারত।

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ এর বৈঠক  অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার কথা জিনপিংয়ের। মূল বৈঠকের পাশাপাশি একটি পার্শ্ব বৈঠকও করতে পারেন ভারত এবং চীনের রাষ্ট্রপ্রধান। তার আগেই সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে চাইছে বেইজিং এবং নয়াদিল্লি। 

এম.এস.এইচ/

চীন ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন