সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

ভারত ও কুয়েতের মধ্যে বাণিজ্যের আরও সম্প্রসারণ প্রয়োজন : ভারতীয় রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

ছবি: ভারত ও কুয়েতের মধ্যে বাণিজ্যের আরও সম্প্রসারণ প্রয়োজন: ভারতীয় রাষ্ট্রদূত

কুয়েতে ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভারত ও কুয়েতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক নিয়ে তিনি ভীষণ খুশি। গত বছর দুই দেশের মধ্যকার অর্থনীতি ১৩৮ কোটি মার্কিন ডলারের রেকর্ড স্পর্শ করে। তবে এখনও দুই দেশের বাণিজ্যে বৈচিত্র্য বিশেষ জরুরি।

মূলত তেল এবং তেল সম্পর্কিত পণ্য ও খাদ্য সম্পর্কিত পণ্যগুলোই দুই দেশের মধ্যকার বাণিজ্যের প্রধান উৎস। এছাড়াও অটোমোবাইল, টেক্সটাইল, সিরামিক পণ্য ইত্যাদি থাকলেও আরো বৈচিত্র‍্যের প্রয়োজন রয়েছে। 

সাশ্রয়ী মূল্যে কুয়েতের বাজারে ভারতীয় ওষুধ সরবরাহের চিন্তাভাবনাও চলছে। বাসমতি চাল ছাড়া অন্য চালগুলোর রপ্তানির বিষয়ে ভারতীয় বিধিনিষেধের ব্যাপারে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত সরকার। তবে পরিস্থিতির উন্নতি হলেই এ বিধিনিষেধ তুলে নেওয়া হবে।

বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা এত বছর ধরে কাজ করে চলেছি। বহু প্রাচীন আইন বাতিল করা হয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার জন্য অনেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে আজ আমরা অর্থনীতির দিক দিয়ে বিশ্বে পঞ্চম। ২০৩০ সালের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি।"

আরো পড়ুন: নতুন সমস্যার সম্মুখীন চীনের অর্থনীতি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আদর্শ স্বয়িকাকে ২০২২ সালের অক্টোবরে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়। ২০২২ সালেই ভারত-কুয়েত দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ণ হয়।

করোনার দ্বিতীয় প্রকোপের সময় ভারতের পাশে দাঁড়ায় কুয়েত। ভারতকে সেসময় অক্সিজেন ও অন্যান্য ত্রাণসামগ্রী প্রদান করে দেশটি৷

এম এইচ ডি/ আই. কে. জে/

ভারত রাষ্ট্রদূত বাণিজ্য কুয়েত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন