সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না

ভারত চায়, বাংলাদেশে নির্ধারিত সময়েই নির্বাচন হোক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। ছবি-এএনআই

বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব অপরিবর্তিত। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত। ভারত চায় বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন হোক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই কথা বলেন।

এদিন নির্বাচনের আগে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সেই বিষয়ে বিএনপির লাগাতার আন্দোলন, বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বিষয়ে একাধিক প্রশ্ন করা হয় অরিন্দম বাগচিকে। 

এ সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ বিষয়ে মন্তব্য করা অনুচিত এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপও কোনভাবেই কাম্য নয়। 

সম্প্রতি সংবাদমাধ্যমে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে যে মন্তব্য করা হয়েছে এই বিষয়ে  অরিন্দম বাগচি বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনার মতো কাল্পনিক কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।  

তিনি জানান, বাংলাদেশ প্রসঙ্গে ভারতের মনোভাব অপরিবর্তিত। এ বিষয়ে তিনি কয়েক সপ্তাহ আগের ব্রিফিংয়ে ভারতের মনোভাব স্পষ্ট জানিয়েছিলেন।

আই.কে.জে/



নির্বাচন বাংলাদেশ ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন