বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

২৫ লাখের বেশি হজযাত্রী

মক্কায় ইতিহাসের সবচেয়ে বড় হজ এবার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনে পবিত্রতম স্থান কাবা শরিফে সাদা পোশাকে ব্যাপক জমায়েতের মধ্যদিয়ে শুরু হয়েছে হজযাত্রা। স্থানীয় সময় রোববার (২৫ জুন) মক্কায় কাবা শরিফ প্রদক্ষিণের মাধ্যমে এবারের হজ শুরু হয়।

এ বছর হজযাত্রীর সংখ্যা ২৫ লাখের বেশি, যা ইতিহাসের সবচেয়ে বড় হজযাত্রার রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজযাত্রার সাক্ষী হবো।

এক প্রতিবেদনে আল-জাজিরা বলছে, করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ পুরোপুরি শিথিল হওয়ায় ২৫ লাখেরও বেশি মুসলমান এ বছর হজযাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ২০২০ সালে মহামারি শুরু হলে মাত্র ১০ হাজার লোককে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। ২০২১ সালে ৫৯ হাজার এবং গত বছর ১০ লাখ লোক নির্ধারিত ছিল।

হজে আসা ৬৫ বছর বয়সী মিশরীয় আবদেলাজিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, হজে এসে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটাচ্ছি।

রোববার সন্ধ্যায় হজযাত্রীরা মক্কার আল-মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদ থেকে প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) দূরে মিনায় যাত্রা শুরু করেন। এর আগে তারা আরাফাত পর্বতে জড়ো হন, যেখানে নবী মুহাম্মদ তার শেষ খুতবা দিয়েছেন।

আরো পড়ুন: আজ মিনায় যাবেন হাজিরা

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হিটস্ট্রোক, ডিহাইড্রেশ ও ক্লান্ত রোগীদের চিকিৎসার জন্য ৩২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী এবং হাজার হাজার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

এম/


মক্কা ইতিহাস হজযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন